ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন পিছিয়ে ১০ অক্টোবর
---
নিজস্ব প্রতিবেদক : কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। আগামী ১০ অক্টোবর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, আজ রবিবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মাহবুবুল হক তা দিতে না পারায় মহানগর হাকিম খুরশীদ আলম ১০ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন।
প্রসঙ্গত, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার ‘অপহৃত’ হয়েছেন বলে অভিযোগ করে তার পরিবার। এরপর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ। টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর ওই দিন রাতেই ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র্যাব।