g নারী শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : আইনমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩০শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

নারী শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : আইনমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১০, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন নারী শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের অর্ধেকেরও বেশি নারী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে  নারী শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। স্কুল কলেজে নারী শিক্ষার উন্নয়নে উপবৃত্তির ব্যবস্থা করেছেন। নারীরা এখন উন্নয়নের অংশিদার। সমাজের প্রতিটি পেশায় নারীদের অবস্থান এখন দৃঢ়।  শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। পরে মন্ত্রী বিদ্যালয় চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

কুটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার জীবন, এম জি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আইয়ূব আলী প্রমুখ। মন্ত্রী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ায় অংশ নেওয়া ৮৫ জন বিজয়ীর হাতে ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ওই বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন নির্মাণের আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর