রোহিঙ্গা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন : মালালা
---
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সংঘলঘু রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী নোবেলজয়ী কন্যা মালালা ইউসুফজাই।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও রোহিঙ্গা নিধন ইস্যুতে বিবিসিকে মালালা ইউসুফজাই বলেন, হাজার-হাজার মানুষ বাস্তুচুত হয়েছে। এ অবস্থায় আমরা এখন নিরব থাকতে পারি না।
মালালা বলেন, মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে হবে। তিনি জানান, রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি মানবাধিকার ইস্যু হওয়া প্রয়োজন। জনগণ বাস্তুচ্যুত হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। সরকারের উচিত এ বিষয়ে প্রতিক্রিয়া দেখানো।
রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশে চেষ্টা অব্যাহত রেখেছে জানিয়ে মালালা বলেন, ছেলেমেয়রা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা তাদের মৌলিক অধিকার পাচ্ছে না এবং সন্ত্রাসবাদ পরিস্থিতির মধ্যে বসবাস করছে।
যখন আপনার চারপাশে খুব বেশি সহিংসতা থাকে, সেই পরিস্থিতি ভীষণ বেদনার বলেও মন্তব্য করেন তিনি।
মালালা বলেন, আমাদের জেগে ওঠা এবং জবাব দেওয়া প্রয়োজন। আমি আশা করি অং সান সুচি এ বিষয়ে সাড়া দেবেন।
এমন সময় মালালা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যখন তিনি ২০ বছর বয়সী তরুণী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নতুন জীবন শুরুর অপেক্ষায়।