g উড়োজাহাজে উচ্ছৃঙ্খলতা ঠেকাতে- | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২রা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

উড়োজাহাজে উচ্ছৃঙ্খলতা ঠেকাতে-

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৮, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :উড়োজাহাজে সুন্দরী এয়ারহোস্টেসদের দেখলে অনেক যাত্রীর মাথা ঠিক থাকে না। স্থানকালপাত্র ভুলে অনেকে লাগামছাড়া কথা বলেন, অনেকে তার চেয়েও বেশি কিছু করে ফেলেন।

এক শ্রেণীর বিমানযাত্রীর এই উচ্ছৃঙ্খল আচরণের গল্প বহু পুরনো। আর এই পুরনো গল্পে নতুন উপাদান যোগ করার উদ্যোগ নিয়েছে ভারত।

ভারত সরকার শুক্রবার উড়োজাহাজের যাত্রীদের জন্য নতুন এক আচরণবিধি জারি করেছে। এতে বলা হয়েছে, উড়োজাহাজে কোনো যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ প্রমাণিত হলে উচ্ছৃঙ্খলতার প্রকারভেদে ওই যাত্রীকে কমপক্ষে তিন মাস থেকে দুই বছরেরও বেশি সময়ের জন্য উড়োজাহাজে ওঠা নিষিদ্ধ করা হবে।

ভারতের একজন আইনপ্রণেতা সেদেশের সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়ার একজন নারী কর্মকর্তাকে হয়রানির কথা স্বীকার করার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এ বিধি জারি করলো।

এতে বলা হয়, বিদেশি উড়োজাহাজের বেলায়ও এসব বিধি সমভাবে প্রযোজ্য হবে।

নতুন বিধিতে উচ্ছৃঙ্খল আচরণকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে – মৌখিক, শারিরীক ও জীবননাশের হুমকি।

ভারত সরকার বলেছে, কেবল নিরাপত্তা হুমকি ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে তা নয়, বরং অপরাপর যাত্রী, উড়োজাহাজ ও তার ক্রু-দের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা। সূত্র : খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর