পালিয়ে গরুর হাটে গিয়েছিলেন মেহজাবিন!
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২, ২০১৭
---
বিনোদন প্রতিবেদক : এবারের ঈদে আমার পরিবারের সবাই ঢাকাতেই থাকবে। তাই আমিও ঢাকায় থাকছি। ঈদে সাধারণ রান্না-বান্না করা হয় না। ওটা আম্মুই দেখে। আমরা আড্ডা দিয়েই সময় পার করি। তবে কোরবানির ঈদে গরু কোরবানির নিয়ে সবাই ব্যস্ত থাকে।
এটাও আমার কাছে দারুণ লাগে। এ বাসায় ও বাসায় গোশত বিতরণের উৎসব পড়ে যায়।
কোরবানির ঈদ নিয়ে আমার দারুণ এক স্মৃতি রয়েছে। একবার গরুর হাট দেখার খুব ইচ্ছা হল। চাচাতো ভাইদের কাছে আমি গরুর হাটে যাওয়ার আবদার করলাম। কিন্তু তারা তো কিছুতেই নেবে না।
তাই তারা বের হওয়ার সময় আমিও পালিয়ে পালিয়ে গরুর হাটে যাই। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেললাম। পরে অনেক ভয়ে ভয়ে একা একাই বাসায় ফিরি।




ঈদের তৃতীয় দিনে ‘পাঁচ রঙে অপু’
রিচির মেয়ের প্রথম ঈদ, পরিবারে উচ্ছ্বাস
বলিউডে নতুন পরিচয়ে আসছেন মাধুরী
আমার বাবার সম্মানে হলেও নিষিদ্ধ নিষিদ্ধ খেলাটা বন্ধ করুন : বাপ্পারাজ