২-০ তে ব্রাজিলের জয়, শঙ্কা কাটেনি আর্জেন্টিনার
---
স্পোর্টস ডেস্ক : সবার আগে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে টানা নবম জয় তুলে নিয়েছে। পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে একুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।
এদিকে, উরুগুয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে ০-০ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ফলে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সরাসরি খেলার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা কাটেনি। ড্রর কারণে পঞ্চম স্থানেই আছে দলটি। মন্টেভিডেওর সেন্তেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনার উপরে থাকা চিলি হেরে যাওয়ায় ও কলম্বিয়া ড্র করায় লড়াইটা বেশ জমে উঠেছে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। তিন রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। এক পয়েন্ট কম নিয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে। প্যারাগুয়ের কাছে ৩-০ গোরে হেরে যাওয়া চিলি আর্জেন্টিনার সমান ২৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে। তলানির দল ভেনেজুয়েলার মাঠে হোঁচট খেয়েছে কলম্বিয়া। গোলশূন্য ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি। বিশ্বকাপের টিকিট পেতে পঞ্চম স্থানের দলকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।
এমডি/মানিক