g রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ৬ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২২শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সর্বোচ্চ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে কোরবানী দেওয়ার আগে মুসলমানরা ঈদের জামাতে অংশ নিবেন।

রাজধানীতে বরাবরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে সকাল ৮টায় জামাত শুরু হবে। রাষ্ট্রপতি, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করবেন।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়া’র শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে ঈদের জামাতে জাতীয় সংসদের হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন।

রাজধানীর দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪০৯টি স্থানে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিট কর্পোরেশন এলাকায় জাতীয় ঈদগাহের প্রধান জামাতসহ ঈদুল আজহার ২২৯টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১৮০টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টা ও পরেরটি ৯টায়। সকাল ৮টায় সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেট সংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদে ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজধানীর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সোয়া ৯টায় তিনটি জামাত হবে। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় হবে দুটি জামাত।

সকাল ৭টায় মীরবাড়ি আদি জামে মসজিদে; সোয়া ৭টায় খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, লক্ষ্মীবাজারের মিয়া সাহেব ময়দান শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, পল্লবী ডি-ব্লক ঈদগাহ মাঠ এবং আবুজর গিফারী কলেজ মাঠে ঈদ জামাত হবে।

সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠ, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, মিরপুর ১২ নম্বরে হারুন মোল্লা ঈদগাহ পার্ক, মধ্য বাড্ডা পুকুরপাড় জামে মসজিদ, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়দাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যবিয়া ও মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। যাত্রাবাড়ীর বায়তুল জান্নাত জামে মসজিদের জামাত হবে সকাল ৯টায়।

এছাড়া নারিন্দার মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ ময়দান, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ, লক্ষ্মী বাজার নূরানী জামে মসজিদ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদ, মিরপুরের মারকাজে ইশআতে ইসলাম ফুরফুরা দরবারের মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানেরা। সে হিসাবে আগামীকাল কোরবানির ঈদ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর