মাইলফলক ছোঁয়ার দিনে অবসরের ইঙ্গিত দিলেন মালিঙ্গা
---
স্পোর্টস ডেস্ক :বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে একটি উইকেট পান লাসিথ মালিঙ্গা। ১৩১ রান করা বিরাট কোহলিকে আউট করে ২৪৯ রানের জুটি ভাঙেন তিনি। এই উইকেট পাওয়ার মধ্য দিয়ে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই পেসার। তবে দিনশেষে অবসর ঘোষণার ইঙ্গিত দিয়েছেন তিনি।
অবসরের বিষয়ে মালিঙ্গা বলেন, ‘পায়ের ইনজুরির কারণে অনেকদিন খেলতে পারিনি। ১৯ মাস পর খেলছি। জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষের সিরিজে আমি ভালো খেলতে পারিনি। এই সিরিজ শেষে আমি দেখব যে আমি কোথায় আছি। তারপর আমি মূল্যায়ন করে দেখব এই শরীর নিয়ে আর কতদিন আমার খেলা চালিয়ে যাওয়া উচিত। আমি যতই অভিজ্ঞ হই না কেন, দলের হয়ে যদি আমি ম্যাচ জিততে না পারি তাহলে এখানে থাকার কোনো মানে হয় না। হয়তো আরো ৩ কিংবা ৪ মাস দেখব। তারপর আমি পুনঃরায় ভেবে দেখব। এই সময়ের মধ্যে আমি যতগুলো ম্যাচ খেলব সেগুলোতে যদি আমার কাছ থেকে দল যা প্রত্যাশা করে সেটা দিতে না পারি, তাহলে আমি হাসিমুখে অবসরে যাব।’