g বোমার আলামত পাওয়া যায়নি রূপগঞ্জের বাড়িতে : পুলিশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ৬ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২২শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বোমার আলামত পাওয়া যায়নি রূপগঞ্জের বাড়িতে : পুলিশ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বাড়িতে বিকট বিস্ফোরণের পর দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনার পর বোমা বিস্ফোরণের সন্দেহে সেই বাড়িটি পুলিশ ঘিরে ফেলে। তলব করা হয় বোমা নিষ্ক্রীয়কারী ইউনিটকেও। এ ঘটনার তদন্তে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালানোর পরও ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বোমা ও বোমার কোনো আলামত পায়নি বলে পুলিশ সুপার মঈনুল হক জানিয়েছেন।

স্থানীয়রা জানান, তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বরাব কবরস্থান রোড এলাকায় ‘কুমিল্লা হাউজ টু’ নামের ওই বাড়িতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে বিস্ফোরণ ঘটে।

দোতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের পর ভবনের পশ্চিম পাশের দেয়াল এবং দোতলার পার্টিশন দেয়াল ধসে পাশে তাজুল ইসলামের টিনশেড বাড়ির ওপর পড়ে।

বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নেভায়। বাড়ির মালিক কুয়েতপ্রবাসী আবুল খায়েরের ছেলে ইব্রাহিম (২২) ও শ্যালক আয়নাল হককে (২৬) দগ্ধ অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে ওই বাড়ি ঘিরে ফেলেন।

ঢাকা থেকে এসে সকালে বাড়ির ভেতরে তল্লাশি শুরু করেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। বাড়িওয়ালা আবুল খায়ের, কেয়ারটেকার শরিফুল ইসলাম এবং শরিফুলের স্ত্রী নার্গিস বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়।

পরে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরক বিশেষজ্ঞ দলের তদন্তে ওই দোতলা বাড়িতে বোমা বিস্ফোরণ বা বোমার কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমাদের ধারণা, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, এটি একটি নিছক দুর্ঘটনা। ‘

বিষয়ট অনুসন্ধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

  • রাজশাহীতে এবার মিলল ১২৫ গোখরা!রাজশাহীতে এবার মিলল ১২৫ গোখরা!
  • হাসপাতালে গুলিবিদ্ধ রোহিঙ্গাদের আহাজারিহাসপাতালে গুলিবিদ্ধ রোহিঙ্গাদের আহাজারি
  • ভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না : মির্জা ফখরুলভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না : মির্জা ফখরুল
  • ৬শ’ টাকার লবণ এখন ১৪শ’ টাকা: সংকটে চামড়া ব্যবসায়ীরা৬শ’ টাকার লবণ এখন ১৪শ’ টাকা: সংকটে চামড়া ব্যবসায়ীরা
  • উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতে দেশ ও জাতির শান্তি কামনাউপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতে দেশ ও জাতির শান্তি কামনা
  • খাদ্য ও চিকিৎসা সংকটে রোহিঙ্গারাখাদ্য ও চিকিৎসা সংকটে রোহিঙ্গারা
  • ২৬৭৫ রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তে ঢুকতে দেয়নি বিজিবি২৬৭৫ রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তে ঢুকতে দেয়নি বিজিবি
  • রোহিঙ্গাদের ভোটার হতে সহায়তা করলে মামলারোহিঙ্গাদের ভোটার হতে সহায়তা করলে মামলা
  • বানভাসিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : তথ্যমন্ত্রীবানভাসিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : তথ্যমন্ত্রী
  • কষ্টের ঈদ রোহিঙ্গাদেরকষ্টের ঈদ রোহিঙ্গাদের
  • রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণ!রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণ!
  • ঈদ জামাতে গুলি-বোমায় আহত ২৪ঈদ জামাতে গুলি-বোমায় আহত ২৪