g বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে পশু কোরবানির উদ্যোগ প্রতিমন্ত্রী পলকের | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ৬ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২২শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে পশু কোরবানির উদ্যোগ প্রতিমন্ত্রী পলকের

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়ায় বন্যার্তদের জন্য সিংড়া পৌরসভার ১১ টি আশ্রয় কেন্দ্রের ৫ শতাধিক শিশুকে নতুন জামা দিয়েছেন।

অন্যদিকে ২৭টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী মানুষদের জন্য ১২টি গরু এবং ১৩টি খাসি কেনা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বানভাসী শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিমন্ত্রী নিজে প্রত্যেকটি কেন্দ্র ঘুরে ঘুরে অসহায় বন্যার্ত এসব পরিবারের পাশে দাঁড়ান। তাদের সাথে কথা বলেন। শিশুরা তাদের প্রিয় নাম পলককে কাছে পেয়ে ধন্য হয়।

ইতোমধ্যে প্রতিমন্ত্রী বন্যার্তদের মাঝে ঈদ উপলক্ষে লাচ্ছা, সেমাই, চিনি, দুধ, চাল বিতরণ করেছেন।

উল্লেখ্য, সিংড়ায় এবারের ভয়াবহ বন্যায় গৃহহীন অনেক পরিবার। এখনো ২৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৬ হাজার মানুষ রয়েছে। এর মধ্যে পৌরসভায় রয়েছে ১১ টি আশ্রয় কেন্দ্র। কোরবানির মাংস এবং ঈদ আনন্দ থেকে যাতে বানভাসীরা বঞ্চিত না হয় সে জন্য সব রকম উদ্যোগ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

ইতোমধ্যে সিংড়ার ২৭টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী মানুষদের জন্য ১২টি গরু এবং ১৩টি খাসি কেনা হয়েছে। ঈদের দিন ওইসব আশ্রয় কেন্দ্রগুলোতে পশু কোরবানি করা হবে। যাতে সমাজের অন্যান্য মানুষদের মতো তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

এ জাতীয় আরও খবর

  • রাজশাহীতে এবার মিলল ১২৫ গোখরা!রাজশাহীতে এবার মিলল ১২৫ গোখরা!
  • হাসপাতালে গুলিবিদ্ধ রোহিঙ্গাদের আহাজারিহাসপাতালে গুলিবিদ্ধ রোহিঙ্গাদের আহাজারি
  • ভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না : মির্জা ফখরুলভোটবিহীন নির্বাচন করতে দেয়া হবে না : মির্জা ফখরুল
  • ৬শ’ টাকার লবণ এখন ১৪শ’ টাকা: সংকটে চামড়া ব্যবসায়ীরা৬শ’ টাকার লবণ এখন ১৪শ’ টাকা: সংকটে চামড়া ব্যবসায়ীরা
  • উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতে দেশ ও জাতির শান্তি কামনাউপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতে দেশ ও জাতির শান্তি কামনা
  • খাদ্য ও চিকিৎসা সংকটে রোহিঙ্গারাখাদ্য ও চিকিৎসা সংকটে রোহিঙ্গারা
  • ২৬৭৫ রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তে ঢুকতে দেয়নি বিজিবি২৬৭৫ রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তে ঢুকতে দেয়নি বিজিবি
  • রোহিঙ্গাদের ভোটার হতে সহায়তা করলে মামলারোহিঙ্গাদের ভোটার হতে সহায়তা করলে মামলা
  • বানভাসিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : তথ্যমন্ত্রীবানভাসিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন : তথ্যমন্ত্রী
  • কষ্টের ঈদ রোহিঙ্গাদেরকষ্টের ঈদ রোহিঙ্গাদের
  • রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণ!রাস্তা থেকে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণ!
  • ঈদ জামাতে গুলি-বোমায় আহত ২৪ঈদ জামাতে গুলি-বোমায় আহত ২৪