বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে পশু কোরবানির উদ্যোগ প্রতিমন্ত্রী পলকের
---
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাটোরের সিংড়ায় বন্যার্তদের জন্য সিংড়া পৌরসভার ১১ টি আশ্রয় কেন্দ্রের ৫ শতাধিক শিশুকে নতুন জামা দিয়েছেন।
অন্যদিকে ২৭টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী মানুষদের জন্য ১২টি গরু এবং ১৩টি খাসি কেনা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বানভাসী শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিমন্ত্রী নিজে প্রত্যেকটি কেন্দ্র ঘুরে ঘুরে অসহায় বন্যার্ত এসব পরিবারের পাশে দাঁড়ান। তাদের সাথে কথা বলেন। শিশুরা তাদের প্রিয় নাম পলককে কাছে পেয়ে ধন্য হয়।
ইতোমধ্যে প্রতিমন্ত্রী বন্যার্তদের মাঝে ঈদ উপলক্ষে লাচ্ছা, সেমাই, চিনি, দুধ, চাল বিতরণ করেছেন।
উল্লেখ্য, সিংড়ায় এবারের ভয়াবহ বন্যায় গৃহহীন অনেক পরিবার। এখনো ২৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৬ হাজার মানুষ রয়েছে। এর মধ্যে পৌরসভায় রয়েছে ১১ টি আশ্রয় কেন্দ্র। কোরবানির মাংস এবং ঈদ আনন্দ থেকে যাতে বানভাসীরা বঞ্চিত না হয় সে জন্য সব রকম উদ্যোগ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ইতোমধ্যে সিংড়ার ২৭টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বানভাসী মানুষদের জন্য ১২টি গরু এবং ১৩টি খাসি কেনা হয়েছে। ঈদের দিন ওইসব আশ্রয় কেন্দ্রগুলোতে পশু কোরবানি করা হবে। যাতে সমাজের অন্যান্য মানুষদের মতো তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।