মান্নাকে ৩ মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ
            AmaderBrahmanbaria.COM
            
          
              আগস্ট ২৪, ২০১৭
            
          ---
নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য বিদেশে যেতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট তিন মাসের জন্য ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
এ বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকার মূখ্য মহানগর হাকিমের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসা শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিন, আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্দিছুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দীন ফকির।
        





