g ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে-রোডে ২৫ কি:মি: দীর্ঘ যানজট : যাত্রী ভোগান্তি চরমে। | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৬শে আগস্ট, ২০১৭ ইং ১১ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে-রোডে ২৫ কি:মি: দীর্ঘ যানজট : যাত্রী ভোগান্তি চরমে।

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৪, ২০১৭

---

ফয়সল আহমেদ খান : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থেকে কুমিল্লার মাধাইয়া পর্যন্ত দীর্ষ ২৫ কি:মি: যানজট সৃষ্টির কারনে অর্ধশতাধিক যাত্রী প্রচন্ড গরমে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। মেষনা টোলপ্লাজায় প্রতিটি গাড়ি তল্লাশীর কারনে এই যানজট বলে জানা গেছে।
সরেজমিনে যানজটের কারন হিসেবে জানতে গিলে, দাউদকান্দি হাইওয়ে পুলিশের (এসি) সফিকুল ইসলাম জানায়,-“স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে আসন্ন কোরবানীর ঈদ ও ক্রিকেট অষ্ট্রেলিয়া টীম,চলমান হাইকোর্টের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে দেশে চলমান রাজনৈতিক অস্হিস্থিশীল পরিস্হিতি সৃষ্টির কারনে সার্বিক দিক বিবেচনায়, জনগনের নিরাপত্তার কথা ভেবে ঢাকামুখী দূরপাল্লার প্রতিটি যাত্রীবাহী বাসের প্রতিটি মানুষের দেহ তল্লাশী অভিযান চলছে।সে কারনে গাড়ি পিছু ১০ মিনিট সময় লাগছে”।
খোজ নিয়ে জানা গেছে.কেবল কুমিল্লা হতে ঢাকা পৌছুতে একেকটি গাড়ির ৫ হতে ৭ ঘন্টা সময় লাগছে।

এ জাতীয় আরও খবর