বাঞ্ছারামপুর ইউনিয়ন ভিত্তিক ‘প্রবাসী বিএনপি’ নামে নতুন সংগঠন
---
ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ‘প্রবাসী বিএনপি’ নামে নতুন এক সংঘঠন তৈরী হয়েছে।এর নের্তৃত্ব দিচ্ছেন প্রবাস ফেরত উপজেলার ফরদাবাদ ইউপির পূর্বহাটি গ্রামের বিএনপি নেতা মা:বাবুল মোল্লা।আজ দুপুরে সরেজমিনে বাবুল মোল্লার তৈরী প্রবাসী বিএনপির ফরদাবাদের কার্য্যালয়ে গেলে এক একান্ত সাক্ষাৎকারে সৌদি আরবস্থ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল মোল্লা জানান,-‘সাবেক এমপি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি এম এ খালেকের সম্মতি ও অনুমোদন নিয়েই প্রবাস ফেরত ও প্রবাসে কর্মরত বাঞ্ছারামপুর উপজেলার ১৩ টি ইউপি ও ১ টি পৌরসভায় পর্যায়ক্রমে কমিটি গঠিত হবে।বর্তমানে রুপুসদীতে প্রবাসী মো. খলিল মিয়াকে সভাপতি করে রুপুসদী কমিটি ও– ছয়ফুল্লাকান্দি নিয়ে মোট ২টি কমিটি গঠন করা হয়ে গেছে।এক সপ্তাহের মধ্যে বাদবাকী কমিটির গুলো হয়ে যাবে,এর জন্য জোর তৎপরতা চালাচ্ছি।’
অনুসন্ধান ও কথা বলে জানা গেছে, উজানচর ইউপিতে কেন্দ্রীয় বিএনপি নেতা ও আগামী সংসদ নির্বাচনে শক্ত প্রার্থী কৃষিবিদি মেহেদী হাসান পলাশ,ইতোমধ্যে রাধানগর-কালিকাপুর-কল্যানপুরসহ মোট ৯৫ টি গ্রাম এবং ১৩ টি ইউনিয়নে নিয়মিত যাতায়াত,দলীয় কর্মীদের সাথে দেখা-সাক্ষাৎ,দরিদ্রদের খোজ খবর, স্কুল,মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহায়তা দেওয়া সহ নানাভাবে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানে পুরো উপজেলায় মূলত তার তৎপরাতা-তেই নতুন সদস্য সংগ্রহ অভিযান চলছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপি নিরবে উপজেলার প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক নিয়মিত চালিয়ে যাচ্ছে।এদিক দিকে,উপজেলা আওয়ামীলীগ বেশ পিছিেিয় আছে বলে মন্তব্য করেন স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা আরো বলেন,বিএনপি কোন প্রকার আওয়াজ বা হৈ-হুল্লোর না করে যেভাবে নীরবে দলের তৃণমূলকে জাগিয়ে তুলছে.- তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি মুটামুটি-ও সুষ্ঠু হয়,তবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে যে-ই প্রার্থী হোক, বিএনপি-আওয়ামীলীগ নির্বাচনী উত্তাপ ও ্আমেজ বেশ জমে উঠবে।