g নানা আয়োজনে কসবায় জাতীয় শোক দিবস পালিত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নানা আয়োজনে কসবায় জাতীয় শোক দিবস পালিত

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৬, ২০১৭

---

আনোয়ার হোসেন উজ্জল : মঙ্গলবার কসবা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে স্বাধীনতার স্থপতি, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকিতে জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে, শোক র‌্যালী, আলোচনা সভা, উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ৯ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ১৭ জন যুব প্রশিক্ষনার্থীদের মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋন বিতরন, দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরন।

স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.শহিদুল্লাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো,শফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহমেদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:মো.নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.হাসিনুর রহমান তালুকদার ও উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা।

স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওলান আবদুল হান্নান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে সকালে জাতীয় শোক দিবস পালনে কসবা সিডিসি স্কুল কার্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরন করা হয়। সিডিসির প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন: প্রতিষ্ঠানে সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা, পাক্ষিক সকালের সূর্যের নির্বাহী সম্পাদক তাছলিমা আক্তার কাকলী, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, অর্থ সম্পাদক মো.অলিউল্লাহ সরকার অতুল, শিক্ষক হাকিম সেলিম। অনুষ্ঠানে শিক্ষক- অভিভাবক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাছাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস পালনে পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর