৫৭ ধারা বাতিলের দাবী : অপসাংবাদিকদের দায়ভার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব বহন করবে না
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই ধারা বাতিলের দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী ও প্রকৃত সাংবাদিকদের সহায়ক হিসেবে ভূমিকা রেখে আসছে। তবে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতার ব্যাপারে প্রেসক্লাব সবসময় সোচ্চার।
এক শ্রেণীর প্রতারক, নামধারী সাংবাদিক, যারা সাংবাদিকতার নামে প্রতারণা করে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রেসক্লাব ভূমিকা রেখেছে এবং সবসময় রাখবে। অপসাংবাদিকদের কোনো দায়ভার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব বহন করবে না। অপসাংবাদিকদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি নেতৃবৃন্দ দাবী জানান এবং এ ব্যাপারে সকল মহলকে সচেতন থাকার জন্যও নেতৃবৃন্দ অনুরোধ করেন।