g অক্টোবরে শুরু চুল্লি নির্মাণ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২১শে আগস্ট, ২০১৭ ইং ৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

অক্টোবরে শুরু চুল্লি নির্মাণ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৫, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি নির্মাণের কাজ শুরু হচ্ছে অক্টোবরে। অবকাঠামোর প্রাথমিক পর্যায় এবং ভূমি অধিগ্রহণ ইতিমধ্যে শেষ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কাজ শুরু হবে। প্রকল্পটির বাংলাদেশ ও রাশিয়ার পরিচালকরা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্প পরিচালক ড. শওকত আকবর বলেন, ‘পারমাণবিক চুল্লির মাটি উন্নয়নের কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছি। অর্থাৎ চুল্লির ইউনিট-১-এর ডেভেলপমেন্ট অব ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে। ’কর্মকর্তারা জানান, ডেভেলপমেন্ট অব ফাউন্ডেশনের কাজ শেষ হলে দ্রুত পরবর্তী কাজ এগিয়ে নিতে হবে। এজন্য কর্তৃপক্ষকে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব নির্মাণসামগ্রীর শর্ত পূরণ করে মূল কাজ শুরু করতে হবে। একই সঙ্গে রড, স্লাব ফাউন্ডেশনসহ অন্য কাজও চলমান থাকবে। কর্তৃপক্ষের আশা, আগামী এক-দুই মাসের মধ্যে এ কাজ শেষ হবে। সে হিসেবে আসছে অক্টোবরে শুরু হবে চুল্লি নির্মাণ। সম্প্রতি রাশিয়ায় নভোভোরোনেজ এনপিপি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সেখানে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তশালী চুল্লি নির্মাণ করা হয়েছে। বিশাল ওই বিদ্যুৎ কেন্দ্রটির পাশে অবস্থিত ড্রোন নদের পানি দিয়ে চুল্লি ঠাণ্ডা করা হয়। নভোভোরোনেজের আদলেই তৈরি হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। বাংলাদেশ ও রাশিয়ার বিশেষজ্ঞরা জানান, রূপপুরের দুটি রিঅ্যাক্টর এনপিপি-২০০৬ ভিভিইআরের (প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর) ওপর ভিত্তি করে তৈরি হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অঙ্গপ্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট ভি. এলচিসচেভ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাথমিক পর্যায়ের অবকাঠামো নির্মাণ শেষ। পরিকল্পনা অনুযায়ী এখন চুল্লি নির্মাণ শুরু হচ্ছে। ’ তিনি বলেন, ‘রূপপুরে রয়েছে থ্রি-প্লাস নিরাপত্তা ক্যাটাগরি। এটি প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় নিরাপত্তাব্যবস্থা। ফলে এ বিদ্যুৎ কেন্দ্রটি নিরাপদ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মানদণ্ড মেনে খুব কঠোরভাবে নির্মাণকাজ পরিচালনা করছি। সময়সূচি মেনে কাজ এগোচ্ছে। তাই নির্ধারিত সময়ে শেষ হবে। ’ ভি. এলচিসচেভ আরও বলেন, ‘আমরা একই সঙ্গে বাংলাদেশে সংশ্লিষ্ট খাতে কাজ করার জন্য রাশিয়ায় দক্ষ জনশক্তি তৈরি করছি। ’ রোসাটম সূত্র জানায়, এ পারমাণবিক চুল্লিতে থাকছে স্ট্রিম জেনারেটর, রিঅ্যাক্টর কুলেন্ট পাম্প, প্রেসারাইজার, প্রাইমারি সার্কুলেশন পাইপ ও ইমারজেন্সি কোর ফ্লোর্ডি সিস্টেম একুমেলেটরসহ অত্যাধুনিক সব ব্যবস্থা।