g পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৪, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী চাঁদপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার নিখোঁজের পাঁচ ঘণ্টা পর দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি ও লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা। তারা খবর পেয়ে সকাল ১০টার দিকে নিখোঁজ ওই দুই শিক্ষার্থীকে উদ্ধারে নদীতে নামেন। তিন ঘণ্টার উদ্ধার তৎপরতা শেষে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকাল ৭টার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

লালপুর উপজেলা ফায়ার স্টেশন অফিসার মো. রুহুল আমিন ও বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে ওই এলাকার ১৫/১৬ জন লোক পদ্মার চরে ঘাস কাটতে ও কাজের উদ্দেশে নৌকায় করে যাচ্ছিলেন। মাঝপথে যাওয়ার পর নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও আমিরুল ও সুমন সাঁতার না জানায় উঠতে পারেনি। তারা সেই সময় পানিতে তলিয়ে যায়। নৌকায় সুমনের বাবা মন্টু এবং আনিরুলের বাবা চান্দের আলীও ছিলেন। তারা সাঁতরে তীরে উঠেন।

খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি ও লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। টনাস্থলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন। খবর পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ঘটনাস্থলে যান। নিহত শিক্ষার্থীরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের চান্দের আলীর ছেলে আমিরুল ইসলাম (১৫) ও সুলতানপুর গ্রামের মন্টু আলীর ছেলে সুমন (১৭)। এদের মধ্যে সুমন দুরদুরিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আর আমিরুল ইসলাম খানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সংসারে সচ্ছলতা ফেরাতে পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করতেন ওই দুই শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর