আইফোন ৮ বনাম হুয়াওয়ে মেট ১০?
---
আন্তর্জাতিক ডেস্ক :শুধু এলজি, গুগল কিংবা স্যামসাং নয়, আইফোন ৮ স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় নামছে হুয়াওয়েও। হুয়াওয়ে মেট ১০ ফ্যাবলেটের মাধ্যমে আসন্ন আইফোন ৮ স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করবে হুয়াওয়ে। হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন।
ইউ জানিয়েছেন, হুয়াওয়ে মেট ১০ স্মার্টফোনে স্যামসাং গ্যালাক্সি এস৮ স্মার্টফোনের মতো ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে। আইফোন ৮ স্মার্টফোনে বেজেল থাকবে না বলেও শোনা যাচ্ছে। ইউ জানিয়েছেন আসন্ন মেট ১০ স্মার্টফোনের চার্জিং স্পিড, ক্যামেরা এবং অন্যান্য ফিচারগুলোতে উন্নততর রূপ দেওয়া হচ্ছে যাতে তা আইফোনের সাথে প্রতিযোগিতা করতে পারে। তিনি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘মেট ১০ স্মার্টফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে, কুইক চার্জিং স্পিড, উন্নত ফটোগ্রাফিসহ উন্নত ফিচার থাকবে। যার ফলে আইফোন ৮ স্মার্টফোনের সাথে পাল্লা দিতে পারবে ফোনটি।’
স্যামসাং এবং এলজি ইতোমধ্যে গ্যালাক্সি নোট ৮ এবং ভি৩০ ফ্যাবলেট উন্মোচনের তারিখ ঘোষণা করেছে। ফোনগুলো সম্বন্ধে কয়েক মাস ধরে অনলাইনে প্রচুর গুজব ছড়িয়েছে। গ্যালাক্সি নোট ৮ ২৩ আগস্ট নিউ ইয়র্কে উন্মুক্ত হবে। অন্যদিকে এলজি ভি৩০ জার্মানীর বার্লিনে ৩১ আগস্ট উন্মুক্ত হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া