জেএসসি-জেডিসি পরীক্ষার ফরম পূরণ শুরু
---
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার অনলাইনে আবেদন ফরম পূরণ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
৮ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এই সময়ে বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ঢাকা শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
এরই মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের যাবতীয় দিকনির্দেশনা দেওয়া রয়েছে।
জানা গেছে, বিলম্ব ফিসহ ৮ আগস্ট থেকে আবেদন ফরম পূরণের সময় দেওয়া হতে পারে। তবে এটি নির্ভর করবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওপর।
এদিকে জুনিয়র পাবলিক পরীক্ষা খ্যাত জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। গত বছর ১ নভেম্বর ২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।