রাশিয়া-ইরান-উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে আমেরিকায় ভোট
---
আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার ওপর শুরু থেকে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। কিন্তু সেখানে বাধ সেধেছে আমেরিকায় হাউজ অফ রেপ্রেজেন্টেটিভ। তারা রাশিয়ার ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপে ভোট দিয়েছে। এবার রাশিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছেন। এসব ব্যক্তি মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের হাউজ অফ রেপ্রেজেন্টেটিভ রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য ভোট দিয়েছে।
নতুন করে আনা এই বিলে ডোনাল্ড ট্রাম্প ভেটো দিতে পারবেন। তবে তিনি সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বিলটি সিনেটে পাশ হয়ে গেলে বিপদে পড়বেন ট্রাম্প। কারণ বিল পাশের পর ভেটো দিলে, ‘রাশিয়ার অতি সমর্থক’ হিসেবে সব আমেরিকানদের কাছে চিহ্নিত হয়ে যাবেন ট্রাম্প। সূত্র : বিবিসি