g যেভাবে ভুলে যাওয়া সিমের নম্বর বের করবে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৭শে জুলাই, ২০১৭ ইং ১২ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

যেভাবে ভুলে যাওয়া সিমের নম্বর বের করবে

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৬, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : নতুন মোবাইল নতুন সিম। তাই আর পুরানো নম্বর ব্যবহার করে কি লাভ। তাই না। কিন্তু যখন দেখা যায় মোবাইল কোম্পনী পুরান বন্ধ সিমের অফার ছাড়ে তখন পুরান সিমটা খুঁজে বের করতে হয়। অনেক দিন ব্যবহার না করার ফলে দেখা যায় প্রায় সময় আমরা সিমের নাম্বার ভুলে যাই। সিমে টাকা নাই, এই নাম্বারটি করো জানাও নেই ঠিক তখনই মহাবিপদে পড়তে হয়। ফোন-ফ্যাক্স এর দোকানে গিয়ে দেখা যায় সিমের কার্ডও নাই। তখন কি করবেন?

হ্যা, এই সমস্যার সমাধানই দিচ্ছি আপনাদের। আপনার সিমের নাম্বারটি জানার জন্য সিম অনুসারে নিচের কোড গুলো ব্যবহার করুন ।

অতি সহজেই জেনে নিন আপনার মোবাইল নাম্বার।

১। গ্রামীন ফোনের জন্য —*111*8*2#

২। রবির জন্য —*140*2*4# or, call 1200 & press 4 (it’s free)

৩। বাংলালিংক এর জন্য — *511#

৪। এয়ারটেলের জন্য—*121*6*3#

-সময়টিভি