আখাউড়ায় আইনমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করায় থানায় মামলা
---
বিশেষ প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হকের বিরুদ্ধ মিথ্যা ও বিভ্রান্তি মূলক লেখা প্রচার করায় আখাউড়ায় থানায় সাধারণ ডাইরী হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ ‘ঝুবফ গফ. গড়যংরহ’ নামক একটি ফেসবুক আইডি’র বিরুদ্ধে এ সাধারণ ডাইরী দায়ের করেন।
সাধারণ ডাইরীতে অভিযোগ করা হয়, ঝুবফ গফ. গড়যংরহ নামক ফেসবুক আইডি থেকে গত কিছু দিন যাবত ব্রাহ্মণবাড়িয়া-৪, (কসবা-আখাউড়া) এলাকার সংসদ সদস ও দেশের আইনমন্ত্রী এড. আনিসুল হকের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে সরকার ও আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
এছাড়াও আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব রাশেদুল কায়সার (জীবন) ও আওয়ামীলীগ নেতাদের বিরোধিতা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ভামূর্তি নষ্ট করাই ওই আইডির মূল লক্ষ্য বলে সাধারণ ডাইরীতে উল্লেখ করা হয়।
আখাউড়া থানার (ওসি) তদন্ত আরিফুর আমিন সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেন।