পিএসজির সঙ্গে চুক্তি হয়ে গেছে নেইমারের!
---
স্পোর্টস ডেস্ক :বার্সা ছাড়ছেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। বেশ কয়েকদিন ধরে বিশ্বমিডিয়ার গরম খবর এটি। এদিকে নেইমারও নাকি তার বন্ধুদের জানিয়ে রেখেছেন খুব শিগগিরই ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন। কারণ কর ফাঁকির মামলা নিয়ে রশি টানাটানি মোটেও পছন্দ নয় তার। আর সেই কাঠখড়ি পোহানো বন্ধ করতেই বার্সা ছাড়ছেন নেইমার।
এদিকে রেডিও কাতালুনিয়ার খবর, ইতোমধ্যে পিএসজির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন নেইমারের বাবা ও তার এজেন্ট।
রেডিও কাতালুনিয়ার আরো খবর, সান্তোস থেকে বার্সায় আসার সময় কমিশন হিসেবে ৪০ মিলিয়ন ইউরো পেয়েছিলেন নেইমার। পিএসজি তার চেয়েও বেশি দিচ্ছে।
দীর্ঘ দিন ধরেই নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জনটা চলছে। দলবদলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বার্সেলোনা ভিত্তিক রেডিও স্টেশনের দাবি, নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি হওয়ার সম্ভাবনা ৯৫%।


‘আইকন মাশরাফিকে পেয়ে আমরা আনন্দিত’