g হেরাথের ঘূর্ণির পরও জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫৬ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

হেরাথের ঘূর্ণির পরও জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫৬

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৫, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। তাই তো রঙ্গনা হেরাথের ৫ উইকেটের পরও একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সাড়ে ৩০০ রান পেরিয়ে যেতে সক্ষম হয় সফরকারীরা। ক্রেইগ এরভিনের ১৬০ রানের ওপর ভর করে জিম্বাবুয়ে থেমেছে ৩৫৬ রানে।

শুক্রবার কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শনিবার দ্বিতীয় দিনের মতো ব্যাটিংয়ে নামে গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ এরভিন (১৫১) ও ডোনাল্ড ত্রিপানো (২৪)। তবে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি তারা। গতকালের ৩৪৪ রানের সঙ্গে মাত্র ১২ যোগ হওয়ার পর ব্যক্তিগত ২৭ রানেই বিদায় নেন ত্রিপানো। পরের ওভারেই ১৬০ রান করে সাজঘরে ফেরেন এরভিন। লঙ্কানদের পক্ষে হেরাথের ৫ উইকেট ছাড়াও লাথিরু কুমরা, অ্যাসুলা গুণেরত্নে দুটি করে উইকেট নেন।

এর আগে, প্রথম দিন এরভিন ছাড়া প্রথম সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও তাদের বিশোর্ধ্ব ও ত্রিশোর্ধ্ব ইনিংসগুলো বড় সংগ্রহের পথে রাখে জিম্বাবুয়ের। ম্যালকোম ওয়ালার ও সিকান্দার রাজা সমান ৩৬ রান করেন।

এ জাতীয় আরও খবর