g মালয়েশিয়া থেকে ফেরত আসতে হবে আড়াই লাখ বাংলাদেশিকে : প্রবাসী কল্যাণমন্ত্রী (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২০শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

মালয়েশিয়া থেকে ফেরত আসতে হবে আড়াই লাখ বাংলাদেশিকে : প্রবাসী কল্যাণমন্ত্রী (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
জুলাই ১০, ২০১৭

---

শেষ পর্যন্ত মালয়েশিয়া থেকে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হবে বলে স্বীকার করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, আমাদের ধারনা প্রায় দুই-আড়াই লাখ বাংলাদেশী আছে যারা ই-কার্ড সংগ্রহ করেনি তাদেরকে দেশে ফিরে আসতে হবে।

গত এক সপ্তাহ ধরে অবৈধ অভিবাসী শ্রমিকদের ব্যাপক ধরপাকর শুরু করেছে মালয়েশিয়া সরকার। এই অভিযানে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সহস্রাধিক বাঙালি আটক হয়েছেন। এখনও আটকের ভয়ে বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন অসংখ্য বাংলাদেশি।

একজন প্রবাসি বলেন, অনেক মানুষ বনে জঙ্গলে রাত কাটাচ্ছেন। অনেকেই টাকা দিয়ে প্রতাণার শিকার হয়েছে। মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে। তাছাড়া ধীরে ধীরে মালিকও হারিয়ে যাচ্ছে, কোম্পানিও হারিয়ে যাচ্ছে।

মালয়েশিয়া শ্রমবাজারে এই সংকট সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলকেও শংকিত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি.আর. আকবর বলেন, কেন আমাদের প্রবাসী শ্রমিকদেরকে বার বার এ সমস্যায় পড়তে হচ্ছে। সুযোগ পাওয়ার পরেও কেন তারা সুযোগ নিচ্ছেননা এ বিষয়টা দেখা দরকার।

সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এমন সংকট এড়াতে এর পেছনে যেসব ভূয়া রিক্রুটিং এজেন্সি বা দালাল জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব রুহুল আমিন বলেন, জনশক্তি রফতানির লাইসেন্স ব্যাতিরকে যারা এ ধরনের কাজের সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত।

এ যাত্রায় অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশ বৈধ হবার সুযোগ পেলেও ভবিষ্যতে পাবেনা। এমনটি মাথায় রেখেই অবৈধভাবে মালয়েশিয়া পারি না দেয়ার আহ্বানও সংশ্লিষ্টদের।

সূত্র : নিউজ টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর