৪০ হাজার টাকাতেই বিক্রি হলো মেহজাবিনের সেই শাড়ি
---
অবশেষে মডেল ও অভিনেত্রী মেহজাবিনের শাড়িটি ৪০ হাজার টাকায় বিক্রি হয়ে গেল। নিলামে এই শাড়িটির দাম ৪০ হাজার টাকা উঠেছিল। প্রিয় শাড়িটি নিলামে তুলেছিলেন মেহজাবিন চৌধুরী। শাড়ি বিক্রির টাকা খরচ করবেন পথশিশুদের ঈদ আয়োজনে। শাড়িটি নিলামে সর্বোচ্চ দাম হাঁকিয়ে কিনেছেন কাওসার মাহমুদ অনি।
দেশের পথশিশুদের ঈদের দিনটি কাটে আর দশটা দিনের মতোই। ঈদের দিনটায় তারা যেন আনন্দ উপভোগ করতে পারে সে জন্য একটি কার্যক্রম হাতে নিয়েছে টপিক ৩৬০ ডিগ্রি। লক্ষাধিক পথশিশুর মধ্য থেকে ১০০ জনের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি।
মেহজাবিনের এই শাড়িটিই বিক্রি হয়েছে
সেই টাকা দিয়ে ১০০ জন শিশুকে ঈদের জামা, কাপড়সহ অন্যন্য ঈদের ব্যবহার যোগ্য জিনিসপত্র দেওয়া হবে। টপিক ৩৬০ ডিগ্রি ও মেহাজাবিনের এই উদ্যোগটি সারা দেশেই ব্যাপক আলোচিত হয়েছে এবং সবাই এমন উদ্যোগে আগ্রহী বলেও জানা গিয়েছে।