ঈদের দিনও বুকিং নেবে ‘জল জঙ্গলের কাব্য’
---
লাইফস্টাইল ডেস্ক : ব্যস্ত নগর ঢাকা এখন নিরিবিলি শান্তপ্রায়। নগর ছেড়ে ঈদ উদযাপন করতে অধিকাংশ মানুষই গেছে গ্রামের বাড়ি। তবু অনেকেই অয়ে গেছেন ঢাকায়। কারও বা সেভাবে ছুটি মেলে নি, আবার কেউ আজন্ম ঢাকাবাসী।
ঈদে যারা ঢাকায় অবস্থান করছেন বেড়ানোর জন্য চলে যেতে পারেন জল জঙ্গলের কাব্যে। দূর্দান্ত এই জায়গাটির প্রাকৃতিক পরিবেশ রাখা হয়েছে সম্পূর্ণ অবিকৃত। গ্রামের শ্যামল ছায়ায় নাগরিক সব সুবিধার মাঝে কাটাতে পারবেন ছিমছাম ঈদ।
জল জঙ্গলের কাব্যের একজন কর্তব্যরত ব্যক্তি রুবেল। তিনি প্রিয়.কমকে বলেন, এখনও বুকিং নেওয়া হচ্ছে। ঈদের দিনও আসতে পারবেন ভ্রমণকারীরা। চাইলে রাতেও থাকতে পারবেন। জনপ্রতি খরচ পড়বে ১৫০০ করে আর রাতে থাকতে চাইলে ছনের ছাইনী দেওয়া কটেজের ভাড়া ৬ হাজার (আগেরদিন বিকেল থেকে পরেরদিন বিকেল)।
নামের মতোই জল আর জঙ্গলের কাব্য চলে এখানে। সন্ধ্যায় বসে গানের আসর। খাবারে ধরে রাখা হয়েছে শতভাগ বাঙ্গালিয়ানা। চালের রুটি, পিঠা, নানান রকম ভর্তা, ঘরে বানানো মিষ্টি, কোথাও কোন বাণিজ্যিকতার ছাপ নেই। এযেন ক্লান্ত দেহে নিজের বাড়ি ফেরা।
কিভাবে যাবেনঃ
মহাখালি থেকে নরসিংদি বা কালিগঞ্জগামী যে কোন বাসে উঠুন। ১ ঘন্টা পর পুবাইল কলেজ গেট এলাকায় নেমে পড়ুন। ভাড়া নেবে ৪০ টাকা। এরপর একটা ব্যাটারীচালিত রিক্সায় করে পাইলট বাড়ি।
অথবা ঢাকার সায়েদাবাদ, গুলিস্তান, আজিমপুর, মহাখালী থেকে গাজীপুর পরিবহন, ঢাকা পরিবহন, ভিআইপি পরিবহন ও বলাকা পরিবহনে শিববাড়ী চলে যাবেন। ভাড়া ৭০ টাকা। শিববাড়ী থেকে অটোরিকশায় ভাদুন (ইছালি) জল জঙ্গলের কাব্য রিসোর্ট। ভাড়া ৮০-১০০ টাকা।
ঈদের সময় এসব ভাড়া বেশি নিতে পারে অবশ্য।