অসহায় মানুষের মধ্যে ডিএমপির ঈদবস্ত্র বিতরণ
---
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে ৩ হাজার ২৫০ পিস নতুন কাপড় বিতরণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামের সামনে ও তেজগাঁও থানা কমপ্লেক্সে ডিএমপির মিরপুর ও তেজগাঁও বিভাগের উদ্যোগে নতুন কাপড় বিতরণ করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের মাঝে এসে ভালো লাগছে। ঈদে আমরা ও আমাদের পরিবার নতুন কাপড় পড়বো আর আপনারা পড়তে পারবেন না, সে কথা চিন্তা করে আমাদের বেতনের টাকা দিয়ে আপনাদের জন্য নতুন কাপড় কিনেছি। যাতে করে আপনারাও নতুন কাপড় পড়ে ঈদ উদযাপন করতে পারেন।
এদিকে, ডিএমপির এমন উদ্যোগে অসহায় মানুষের মুখেও হাসি ফুটেছে। রাজধানীর কড়াইল বস্তিতে বসবাসকারী ষাটোর্ধ্ব এক বৃদ্ধা অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বাবা আপন বলে কেউ নাইগা, ক্ষয়রাত করে খাই, ঈদে নতুন কাফোর পাইয়া ভালা লাগতাছে, সবার জন্য দোয়া করুম। নতুন কাফোর ঈদের দিন পিন্দুম।’