g বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৪ই অক্টোবর, ২০১৭ ইং ২৯শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ সফরে দুই টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির জাতীয় নির্বাচক ট্রেভর হনস শুক্রবার এ দল ঘোষণা করেন।

ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর তা ভালো করেই জানে ক্রিকেট বিশ্ব। তাই আগে থেকেই সতর্ক অসিরা। টাইগারদের বিপক্ষে ঘোষণা করা হয়েছে সেরা একাদশ। আসন্ন এই সফরে কার্টরাইটসহ দলে তিন অলরাউন্ডার রাখা হয়েছে। বাকি দু’জন হলেন, গ্লেন ম্যাক্সওয়েল ও বাম হাতি স্পিনার অ্যাস্টন আগার। আরো আছেন স্পিনার নাথান লায়ন।

তবে একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মিশেল স্টার্ক ও স্পিনার ও’ক্যাফে। ইনজুরি থেকে সেরে না ওঠায় তাদের দলে নেওয়া হয়নি। এদিকে, প্রথমবারের মতো পেসার জেমস প্যাটিনসন দলে ডাক পেয়েছেন। হিল্টন কার্টরাইটের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন তিনি।

আগামী ২৭ থেকে ৩১ আগস্ট ঢাকার মিরপুরে হবে প্রথম টেস্ট মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আর ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট।

অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন আগার, উসমান খাজা, জস হ্যাজলেউড, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডকম্ব, নাথান লায়ন, জেমস প্যাটিনসন, হিল্টন কার্টরাইট, ম্যাথু রেইনশো ও ম্যাথু ওয়েড।