g ৩শ’ আসনে প্রার্থী, একশ’ আসনে নিশ্চিত বিজয় : রংপুরে এরশাদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১১ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

৩শ’ আসনে প্রার্থী, একশ’ আসনে নিশ্চিত বিজয় : রংপুরে এরশাদ

AmaderBrahmanbaria.COM
জুন ১৩, ২০১৭
news-image

---

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশ’ আসনেই প্রার্থী দেবে। এর মধ্যে একশ’টি আসনে আমরা নিশ্চিতভাবে বিজয়ী হব। আরও ৩০টি আসনে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সকালে চার দিনের সফরে রংপুরে এসে তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরশাদ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, এবার রংপুরের কোনো আসনেই অন্য কাউকে ছাড় দেওয়া হবে না।

রংপুরের ছয়টি আসনসহ বৃহত্তর রংপুরের ২২টি আসনেই আমরা প্রার্থী দেব এবং আমরা জয়ী হব। এরশাদ বলেন, এবারের বাজেট নির্বাচনী বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা করেনি। এ বাজেটে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ সরকারি কর্মকর্তা কেউই খুশি হতে পারেননি। ফলে এ বাজেটও কেউ গ্রহণ করতে পারেননি।

জাতীয় বাজেটে বাড়তি করের বোঝা চাপানোর ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, মানুষ এখন জাতীয় পার্টির সরকারকে ক্ষমতায় দেখতে চায়। কারণ জাতীয় পার্টির সরকারের ৯ বছর মানুষ শান্তিতে ছিল। জিনিসপত্রের দাম ছিল কম। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর