নিজেদের রক্ত চুষেই সুখ খুঁজে পাচ্ছেন ‘ভ্যাম্পায়ার দম্পতি’!

---
অনলাইন ডেস্ক : সম্প্রতি নিজেদের ‘ভ্যাম্পায়ার দম্পতি’ হিসেবে দাবি করেছেন এক দম্পতি। তারা নিজেদের ভালোবাসার বন্ধন আরও অটুট রাখতে একে অন্যের রক্ত খেয়ে জীবনযাপন করছেন। সম্পর্ক আরও সুন্দরও মধুময় করতে একে অপরের হাত কেটে নিজেদের রক্ত চুষে খান তারা। আর তা কিনা যৌনতার থেকেও আরও নাকি সুখকর।
জানা যায়, দুই বছর আগে এক ভ্যাম্পায়ার ফেস্টিভ্যালে আলাপ হয় লি এবং টিমের। সেখানে ভয়ঙ্কর প্রেমাসক্ত হয়ে পড়ে এই দম্পতি। সম্পর্ককে উপভোগ করতে ভ্যাম্পায়ারের মতো একে অন্যের রক্ত পান করবেন বলে প্রতিশ্রুতি দেন। ব্যাপারটি হবে একে অন্যের ঘাড় কামড় দিয়ে, আবার কখনও হাত কেটে। আর এভাবেই দিনের পর দিন একে অপরের রক্ত চুষে খাচ্ছেন এই ভ্যাম্পায়ার দম্পতি। আর তাতেই নাকি তারা খুব সুখী। যৌনতা নয়, রক্ত চুষে খেয়েই তারা নাকি নিজেদের সুখ খুঁজে পাচ্ছেন।



৫ শর্ত দিয়ে অর্ধশত দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদা জিয়ার চিঠি
বিশ্বের সবচেয়ে দামি অন্তর্বাস: মূল্য ১৬ কোটি!
সরকারের টাকা পাচারের তদন্ত চলছে : রিজভী
সরকার বড় দুর্নীতিবাজদের সুরক্ষা করছে: টিআইবি