বুধবার, ১৪ই জুন, ২০১৭ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সাকিবকে খোঁচা মেরে যা বললেন তামিম

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়া-বধের প্রায় ১১ বছর পর সেই কার্ডিফে আবারো চমক দেখাল বাংলাদেশ। ২০০৫ সালের মতো শুক্রবারও ৫ উইকেটে জিতেছে টাইগাররা। তবে এবার অজিদের প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্লাক ক্যাপসের বিপক্ষে এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ চারে পা রাখার সম্ভাবনাটাও বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তবে সে জন্য আজকের অজি বনাম ইংল্যান্ডের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে কিছুটা।

বাংলাদেশের জয়ের দিনের ম্যাচটিতে ছক্কা মেরে সেঞ্চুরি হাঁকান সাকিব। উইকেটে সঙ্গী মাহমুদউল্লাহ উচ্ছ্বাসে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন বাতাসে, অথচ সাকিব আল হাসান নিজে নির্বিকার। মাইলফলকের উদযাপন নেই। হেলমেট খোলা বহুদূর, ব্যাট উঁচিয়ে ধরার প্রচলিত রীতির ধারও ধারলেন না। কেন? নিজের কাছে সাকিবের চাওয়া ছিল আরও বেশি কিছু!

ম্যাচটিতে সাকিব চেয়েছিলেন শেষ পর্যন্ত থাকতে। খেলা শেষ করে দলের জয় সঙ্গে নিয়ে ফিরতে। দৃষ্টি পথের শেষে ছিল বলেই ‌ব্যক্তিগত অর্জনটা উদযাপন করেননি।

সাকিব বলেন, ‘সেঞ্চুরি তো ব্যক্তিগত অর্জন। দলকে জেতানোই সবসময়ই বড়। ৮০ রান থেকেই মনে হচ্ছিল শেষ করে ফিরতে হবে। তামিম সবসময় বলে, জীবনে শেষ করে আসতে পারলি না। এবার ইচ্ছে ছিল শেষ করব। আজকেও হলো না। হয়ত অন্য ম্যাচের জন্য তোলা থাকল। দেখা যাক…।’

দলের জয় থেকে ৯ রান দূরে আউট হন সাকিব ১১৪ রানে। ট্রেন্ট বোল্টকে জায়গা বানিয়ে মারতে গিয়ে বোল্ড। অথচ বলটি তার মারার ইচ্ছেই ছিল না।

‘ক্রিকেটের কথা আসলে বলা যায় না। শেষ করে ফিরতে পারলে ভালো লাগত। ওই সময় ওই বলটা মারার ইচ্ছে ছিল না। চিন্তা করছিলাম যদি মারি তাহলে রিয়াদ ভাইয়ের সেঞ্চুরি হবে না। ভেবেছিলাম সিঙ্গেল নেব। কিন্তু বল দেখে কী মনে করে মেরে দিলাম। মারার মুডেই থাকলে হয়তো আউট হতাম না…।’

বলতে বলতেই হাসেন সাকিব। সান্ত্বনা খুঁজতে চাইলেন যেন দার্শনিক হয়ে, ‘ঠিক আছে, যা পেলাম, তাই ভালো। আর কী!’

তবে কি আক্ষেপ থেকে গেল একটু? ছিল তো বটেই। তবে তার ধাতে তো দুর্বলতা বলে কিছু নেই। আক্ষেপের কথা শুনেই আবার বেরিয়ে এলো বাস্তবের সাকিব, ‘নাহ, জীবনে আফসোস নাই।’