শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নতুন দুই ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
news-image

---
অনলাইন ডেস্ক : ছবি ব্যবহারের উপর নতুন দুটি ফিচার নিয়ে আসলো হোয়াটসঅ্যাপ। সেলফি, গ্রুপফির যুগে নেটিজেনদের জন্য এবার ছবির অ্যালবাম অপশন নিয়ে এলো বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যাপ। কিন্তু আপাতত এই সুবিধা পাবেন শুধুমাত্র আইফোন ব্যবহারকারীরাই। অ্যালবাম অপশনের পাশাপাশি আইএসও ব্যবহারকারীরা পাবেন নতুন ফিল্টার অপশনও।
জানা গেছে, যখন একসঙ্গে পাঁচটি ছবি বা ভিডিও কাউকে পাঠানো হবে, তখন এই অ্যালবাম ভিউটি কার্যকরী হবে। সমস্ত ছবিগুলোই একটি অ্যালবামের মধ্যে জমা হবে। যেকোনো একটি ছবি ট্যাপ করলে পুরো অ্যালবামটি খুলে যাবে।
পাশাপাশি ফোটো, ভিডিও এবং জিফ ফাইলের ক্ষেত্রে ফিল্টার অপশনও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ ক্যামেরায় নিজে থেকেই ঢুকে যাবে পাঁচটি ফিল্টার অপশন। কালো, সাদা, কুল, ক্রোম এবং ফিল্ম। ক্যামেরা অপশনে গিয়ে একটা ছোট্ট সোয়াইপ করলেই পাওয়া যাবে অপশনগুলি। ইকোনোমিক টাইমস।

এ জাতীয় আরও খবর