শচীন সাঙ্গাকারা পন্টিংয়ের পাশে এবার আমলা
---
স্পোর্টস ডেস্ক :আরো একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমলা। তার নাম উঠে গেছে শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তির পাশে।
শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করার ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯৬ রানে। এই ম্যাচে ১০৩ রানের এক ইনিংস খেলেছেন হাশিম আমলা। এই ইনিংসের মাধ্যমে দ্রুততম ২৫ সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।
এতোদিন এই রেকর্ড ছিলো ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। কোহলি ১৬২ ইনিংস খেলে করেছিলেন ২৫ সেঞ্চুরি। তার রেকর্ড ভাঙতে আমলার লাগলো মোটে ১৫১ ইনিংস।
টেস্টে হাশিম আমলার সেঞ্চুরি ২৬টি। আর ওয়ানডেতে হলো ২৫টি। ওয়ানডে এবং টেস্ট; এই দুই ফরম্যাটে অন্তত ২৫টি করে সেঞ্চুরি করেছেন শচিন, সাঙ্গাকারা ও পন্টিং। ৩৪ বছর বয়সী আমলা যে এমন আরো বহু রেকর্ড করবেন, ক্রিকেট বিশেষজ্ঞ না হয়েও এ কথা বলে দেয়া যায় নির্দ্বিধায়।