অস্ট্রেরিয়ার বিপক্ষে সেরা দল নিয়েই নামবে বাংলাদেশ
---
স্পোর্টস ডেস্ক : আশরাফুলের সেঞ্চুরি আর পেসার তাপস বৈশ্যর তিন উইকেট। পাঁচ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছিলো বাংলাদেশ। সে ১২ বছর আগে, কার্ডিফে। আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। ভেন্যু এক না হলেও ঘুরেফিরে আলোচনায় সেই কার্ডিফ, আর এতে স্মৃতিকাতর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
২০১৫ বিশ্বকাপে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি বাদ দিলে ওয়ানডেতে সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। তিন ম্যাচেই হারতে হয়েছিলো সাকিব আল হাসানের দলকে। এরপর বাংলাদেশের বদলে যাওয়ার মিশন তথা ২০১৫ বিশ্বকাপে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি মাশরাফিদের। আরও দুই বছর পর ২০১৭ সালে এসে লড়াইয়ে নামছে তারা।
দ্য ওভালে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বের বড় অংশজুড়ে সেই স্বরণীয় ম্যাচ। ওই দলে ছিলেন মাশরাফি নিজেও। কাজটা কতটা কঠিন সেটাও জানা তার, ‘কার্ডিফের ঘটনা ১২ বছর আগের। কাল নতুন একটা দিন শুরু হতে যাচ্ছে। অবশ্যই ওই সুখস্মৃতিটা কাজে দেবে। আত্মবিশ্বাস নিয়েই কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবো, নিজেদের সেরা দল নিয়েই নামবো। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।’
কার্ডিফে বল হাতে সবচেয়ে সফল হয়েছিলেন তাপস বৈশ্য। ম্যাচে মাশরাফি দশ ওভার বল করে খরচ করেছিলেন মাত্র ৩৩ রান। পেয়েছিলেন এক উইকেট। ম্যাচে মাশরাফির প্রাপ্তি বলতে ছিলো ওই সময়ের বিশ্বসেরা ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলা।
সংবাদ সম্মেলনে ম্যাচের স্মৃতি রোমন্থন করতে গিয়েও ওই ঘটনার কথাই বললেন মাশরাফি, ‘এই মুহূর্তে শুধু গিলক্রিস্টকে আউট করার কথাই মনে আছে। আমাদের জন্য অসাধারণ একটা মুহূর্ত ছিল সেটা, আমার জন্যও। কিন্তু দল এখন অনেক পরিবর্তিত। আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি। দেখা যাক কি হয়।’
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালের একই ভেন্যুতে খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে ৩০৬ রানের লক্ষ্য দিয়েও হারতে হয়েছে মাশরাফি-সাকিবদের। এবারে তাই সতর্ক তারা, ‘যদি একই পিচে খেলতে হয় তাহলে কিছু সাহায্য পাওয়া যাবে। অন্তত আমরা এখন জানি ওই উইকেটে কত রান করলে লড়াই করা যাবে, অথবা কত রান করতে হবে।’
বাংলাদেশের হারের কারণ উঠে আসলো বিশ্ব গণমাধ্যমে

অতীত নিয়ে পড়ে থাকতে চান না মাশরাফি


‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলবে বাংলাদেশ’
