বাছুরের মুখ ‘মানুষের মতো’, ভারতে তোলপাড়

---
অনলাইন ডেস্ক : ভারতে একটি সদ্যোজাত বাছুরের ‘মানুষের মতো’ মুখ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গরু নিয়ে ভারতের উত্তাল রাজনীতির এই সময়ে বাছুরের মুখ মানুষের মতো হওয়াতে এই প্রাণিটিকেই পূজা করছেন অনেকেই।
ডেইলি মেইলের খবরে জানা যায়, উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে এই অদ্ভুতদর্শন বাছুরটির জন্ম হয়। জন্মাবার পর দেখা যায় বাছুরটির মুখের আদলের সঙ্গে মানুষের মুখের আদলের মিল আছে।
এরপরই শুরু হয় ধুন্দুমার। অনেকে বাছুরটিকে রীতিমতো পূজা করা শুরু করে দেন।

কিন্তু এই পুজোর ধাক্কা সামলাতে না পেরেই কি না জন্মের কিছুক্ষণ পর বাছুরটি মারা যায়।
তবে এরপরও ওই বাছুরটির আবেদন কমেনি। বাছুরটির মৃতদেহ সংরক্ষণ করে এতে ফুলের মালা পরিয়ে রেখেছেন ভক্তরা! আর এই মৃত বিকলাঙ্গ বাছুরটি দেখতে লোক আসছেন হাজারে হাজারে।

স্থানীয়দের বিশ্বাস, বাছুরটি ‘গোকারণ-২৪’ গ্রন্থে বর্ণিত বিষ্ণুর অবতার। তাই তাঁরা বাছুরটির জন্য একটি মন্দির বানাতে চান।
তবে গরুর বাছুরটিকে নিয়ে এত আলোড়নকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন প্রাণি বিশেষজ্ঞরা। দিল্লিতে কর্মরত প্রাণীচিকিৎসক রনজিত মেহতা জানান, জিনগত গঠনে সমস্যার কারণে বিভিন্নরকম প্রাণীর জন্ম হয়। এটি একটি স্বাভাবিক ঘটনা। এ নিয়ে কুসংস্কারের কোনো অবকাশ নেই।
কুস্তি রূপ নিল ভয়ংকর মারামারিতে (ভিডিও)
![মডেলের স্পর্শকাতর স্থানে উপস্থাপকের হাত, অতঃপর.. [ভিডিও]](/bd/wp-content/uploads/2017/03/0mhu8mgk_copy_40874_1488348889-150x150.jpg)
দুর্ঘটনায় পুতিনের বিএমডব্লিউ, প্রিয় চালক নিহত
আহমেদাবাদের থানায় নগ্ন তরুণীর ধুন্দুমার!


