রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি, আটক

---
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা হত্যার প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শাফিউল সারোয়ার জানান, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবারে বেলা এগারোটায় তারা এক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সারোয়ার। যদিও সকালে লংগদুর একজন স্থানীয় সাংবাদিক আরমান খান জানিয়েছিলেন ওই ঘটনায় ১০ জনকে আটক করার খবর তারা জানতে পেরেছেন।
এর আগে স্থানীয় পুলিশ জানায়, নুরুল ইসলাম নয়ন নামে এক যুবলীগ কর্মীর লাশ বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের পাশে পাওয়া যাবার পর উত্তেজনার সৃষ্টি হয়। তার জানাজার পর শুক্রবার সকালে স্থানীয় বাঙালিরা মিছিল বের করলে আক্রমণের সূত্রপাত হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে লংগদু উপজেলার একাধিক গ্রামে পাহাড়িদের বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা এবং হতাহতের বিষয়ে স্থানীয় প্রশাসন এবং পাহাড়িদের কাছ থেকেও ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ১৫-১৬টি বাড়িতে অগ্নিসংযোগের কথা বলা হলেও চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর এক বিবৃতিতে বলা হয়, ‘হামলায় আড়াইশো ঘরবাড়ি ও দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে’।


উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে
নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে পাঁচজনের আত্মসমর্পণ
সাগরে ৭১ মাঝি-মাল্লাসহ ছয় ট্রলার নিখোঁজ
শিবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’ চলছে
হাওরের বন্যায় সাড়ে ৮ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান শেষ
এবার ভাঙলো পাকনার হাওরের বাঁধ
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানে ‘১৭টি বিস্ফোরক ভর্তি কন্টেইনার’ উদ্ধার