মালয়েশীয় নারীর দাবি স্বামী, জহুরুল বলছেন শুধুই বন্ধু
AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৭

---
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জহুরুল ইসলামের বাড়িতে এসে উঠেছেন মালয়েশিয়ার তরুণী ইসহারি। তিনি নিজেকে জহুরুলের স্ত্রী বলে দাবি করছেন। আর জহুরুল বলছেন, ‘ইসহারি শুধুই আমার বন্ধু। তার সঙ্গে আমার বিয়ে হয়নি।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০) বছর চারেক আগে মালয়েশিয়ায় যান। মাসখানেক আগে তিনি দেশে ফিরে আসেন। গত ২৭ মে তার বাড়িতে আসেন চল্লিশোর্ধ্ব ইসহারি।
ইসহারি সাংবাদিকদের বলেন, একই এলাকায় কাজের সুবাদে জহুরুলের সঙ্গে তার পরিচয় হয়। বছর খানেক আগে তারা বিয়ে করেন। মাসখানেক আগে তাকে না জানিয়ে গোপনে বাংলাদেশে চলে আসেন জহুরুল। তবে ইসহারি তার দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’



মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
প্রবাসীর স্ত্রীর বিছানায় আপত্তিকর অবস্থায় ইউপি চেয়ারম্যান


ঘূর্ণিঝড় মোরার ক্ষতিগ্রস্তরা ত্রাণসামগ্রী পায়নি
পাহাড়িদের গ্রামে আগুন: ৩০০ জনকে আসামি করে মামলা
না. গঞ্জে বিপুল অস্ত্র উদ্ধার: ফের অভিযান শুরু
রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি, আটক
তালাবদ্ধ দোকানে পুড়ে মরলো শিশু