মঙ্গলবার, ২০শে জুন, ২০১৭ ইং ৬ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে এম-সিক্সটিন রাইফেল, রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

AmaderBrahmanbaria.COM
জুন ২, ২০১৭

---

নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে অর্ধশতাধিক এম-সিক্সটিন রাইফেল, রকেট লঞ্চারসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে তিনজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।
বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এই অস্ত্র মজুদ করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের আইজিপি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে বৃহস্পতিবার রাত থেকে এই অভিযান চালানো হয়।
পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শরিফ নামের একজনকে একটি এলএমজিসহ আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযান চালায় পুলিশ।

‘এ সময় দুটি রকেট লঞ্চার, ৬১টি এম-সিক্সটিন রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে’।
অভিযানে তিনজনকে আটকের কথা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে যেসব অস্ত্র পাওয়া গেছে তার মধ্যে এম সিক্সটিন উল্লেখযোগ্য। জঙ্গিরা এ ধরনের অস্ত্র ব্যবহার করছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর