ট্রাম্পের বিজয়ের নেপথ্যে ফেসবুক!
---
প্রযুক্তি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের নেপথ্যে রয়েছে ফেসবুক। বুধবার এক বক্তৃতায় হিলারি ক্লিনটন এমনটিই উল্লেখ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। সেই বক্তৃতায় হিলারি বলেন, মিথ্যা এবং অতিরঞ্জিত ফেসবুক পোস্ট ট্রাম্পের বিজয় নিশ্চিত করেছে।
গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকা এ প্রার্থী মনে করেন, তার হারের বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে ফেসবুক অন্যতম। হিলারি এ মাসের শুরুতে অবশ্য তার হারের কারণ হিসেবে রাশিয়ান হ্যাকারদের এবং এফবিআই পরিচালক জেমস কমিকে দায়ী করেছিলেন।
বুধবার লস অ্যাঞ্জেলসের একটি প্রযুক্তি সম্মেলনে বক্তৃতাদানকালে হিলারি ক্লিনটন সরাসরি ফেসবুকের নাম উল্লেখ করে বলেন, এই সামাজিক মাধ্যমটিতে ছড়ানো মিথ্যা সংবাদ মানুষকে প্রভাবিত করে। আমার প্রতিপক্ষ সে সুযোগটিই কাজে লাগিয়েছে। তারা বিভিন্ন তথ্য নিজেদের মতো করে তৈরি করে সেগুলো ফেসবুকের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেছে।
হিলারির এমন বক্তব্যের পর ফেসবুক কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরেই ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, এই সাইটের মিথ্যা সংবাদ যেকোনোভাবে নির্বাচনে প্রভাব ফেলেছে, তা ভাবতেই দারুণ লাগছে।
যদিও গত ডিসেম্বরে মিথ্যা সংবাদ চিহ্নিতকরণের একটি পদ্ধতি চালু করেছে ফেসবুক। তারপরও অত্যন্ত সূক্ষ্মভাবে চালানো মিথ্যা প্রচারণা এ পদ্ধতিতে চিহ্নিত করা যায় না বলে দাবি করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সূত্র: এওএল নিউজ