মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই হোঁচট খেলো ইংল্যান্ড
---
স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দেয়া ৩০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালো স্বাগতিক ইংল্যান্ড।
টাইগার অধিনায়ক মাশরাফির বলে আউট হয়ে যান ইংল্যান্ড ওপেনার জেসন রয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার ৩ বলে ইংল্যান্ডের সংগ্রহ ৬ রান।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে তামিম ইকবাল ১২৮ ও মুশফিকুর রহিম ৭৯ রান করেন।
ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ইনিংসের শুরু থেকেই বেশ সাবধানী ব্যাটিং করছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৩টায় খেলা শুরু হয়। লন্ডনের কেনিংটন ওভাল থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ১।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মশারাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, জেটি বল, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড।