নাসিরনগরে বজ্রপাতে নিহত-৩, আহত -২

---
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরের ভলাকুট ইউনিয়নে মন্তু মিয়া(৫৫),শহীদ মিয়া (৩২)ও জীনু মিয়া(৩০) নামে তিন জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ২ জন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দূর্গাপুর গ্রামের পাশে মেঘনা নদীর মোহনায় এঘটনা ঘটে।
ভলাকুট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বালিখোলা গ্রামের বাচ্চু মিয়া জানান,সকালে বালিখোলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মন্তু মিয়া,হামিদ মিয়ার ছেলে শহীদ মিয়া ও মৃত আবু মিয়ার ছেলে জীনু মিয়া দূর্গাপুর গ্রামের পাশে মেঘনার নদীর মোহনায় মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।এসময় একই গ্রামের সিরাজ মিয়া(৫০) ও রেশেন মিয়া(৪০)আহত হয়েছে। আহত রেশেন মিয়া(৪০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজ মিয়া(৫০)কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে বই প্রদান অনুষ্ঠান
নাসিরনগর উপজেলা থেকে বিএনপির জেলা নেতা হলেন ৯ জন
নাসিরনগরে কাব ইউনিট লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান