g এএসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৮ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩রা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

এএসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

AmaderBrahmanbaria.COM
মে ৩০, ২০১৭

---

নিউজ ডেস্ক : ঢাকার শাহ আলী থানার এএসআই হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রী রহিমা সুলতানা রুমিসহ দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন। প্রায় সাড়ে তিন বছর আগের এই ঘটনার বিচার শেষে মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সেবিকা রহিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজুর রহমান লিখন জানিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মিষ্টি ও তার স্ত্রী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রিয়া পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর