শনিবার, ৩রা জুন, ২০১৭ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সাভারের ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী গ্রেফতার ও দুই শিশু উদ্ধার

AmaderBrahmanbaria.COM
মে ২৭, ২০১৭

---

সাভারের নামাগেন্ডা এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ৫তলা ভবন থেকে এক নারীকে গ্রেফতার ও দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির জানালা কেটে জঙ্গি মনির ও অন্য এক জঙ্গি পালিয়ে গেছে বলে দাবি করছে পুলিশ। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান বলেন, বাড়িটি থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে মনির ও তার এক সহযোগী থাকতো। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে কক্ষের জানালা কেটে পালিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘গ্রেফতার হওয়া নারীর কাছ থেকে তথ্য পেয়ে ওই বাড়ির প্রায় দুই শ গজ দূরে থাকা অন্য একটি বাড়িতে অভিযান শুরু হয়েছে। ছয়তলা বাড়িটির দ্বিতীয় ও নিচতলায় অভিযান চলছে।’

এ জাতীয় আরও খবর