শুক্রবার, ৯ই জুন, ২০১৭ ইং ২৬শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

মিশরে খ্রিস্টানদের বাসে হামলায় নিহত ২৩

AmaderBrahmanbaria.COM
মে ২৬, ২০১৭
news-image

---

মিশরে কপটিক খ্রিস্টানদের উপর আরেকটি হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। রয়টার্সের খবরে প্রকাশ, শুক্রবারের এ হামলায় অন্তত ২৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মিনিয়ার গভর্নর এসাম আল বেদায়ী রয়টার্সকে হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় কায়রোর দক্ষিণে অবস্থিত একটি আশ্রমে দুইটি বাস ও একটি ট্রাকে করে যাচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ হামলার ঘটনা ঘটে মিশরের মিনিয়া প্রদেশে। মিনিয়া প্রদেশে সাধারণত ক্রপটিক খ্রিস্টান অনুসারীদের সংখ্যা তুলনামূলক বেশি।
৯.২ কোটি জনসংখ্যা অধ্যুষিত মিশরে ক্রপটিক খ্রিস্টানরা হচ্ছে তার ১০ ভাগ। কিন্তু সম্প্রতি মিশরের এই সংখ্যালঘু অংশটি বিভিন্ন হামলার মুখোমুখি হচ্ছে।
মিশরে গত কয়েক মাসে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরের পর থেকে কায়রো, আলেক্সান্দ্রিয়া ও তান্তাতে বোমা হামলায় প্রায় ৭০ জন নিহত হয়েছে। সেসব হামলার দায় স্বীকার করেছে আইএস।
কিন্তু শুক্রবার বাসে হামলা কারা চালিয়েছে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। বিবিসি

এ জাতীয় আরও খবর