ঈদ কেনাকাটা : বাঞ্ছারামপুরে বাহুবলী-টু আর সিকান্দার বক্স !
---
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চলতি সপ্তাহে তীব্র তাপদাহ-কে উপেক্ষা কওে বুদ্ধিমতী অনেক পরিবার রমজানুল মোবারক শুরু হওয়ার আগেই শুরু কওে দিয়েছেন আগাম কেনাকাটা।বাঞ্ছারামপুর সদর উপজেলাস্থ সর্ববৃহত ও প্রাচীন শপিং কমপ্লেক্স হিসেবেখ্যাত আমেনাপ্লাজা শপিং মলে শাড়ি,জামাও শিশুদেও বিভিন্ন আইটেমের কাপড় কিনতে আসা উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষীকা আমেনা বেগমের সাথে ঈদী পোশাক কেন আগাম কিনছেন এমন প্রশ্নের জবাবে জানান,-‘আমি সবসময় রমযান শুরুর আগেই সন্তানদেও জন্য কেনাকাটা সেওে ফেলি।কারন,পরে-দোকানীরা ভীড় দেখে কাংখীত পণ্যের দাম বাড়িয়ে দেয়।তা ছাড়া তখন রোজা রেখে ভীড়-বাট্রার মধ্যে কেনা-কাটা কষ্টকর হয়ে পড়ে।’ একই কথা বলেন সুপ্রসিদ্ধ এক্সক্লুসিভ বাটার শো-রুমের ফয়সল সু গ্যালারীতে নিজ সন্তানের জন্য জুতো কিনতে আসা পেয়ারা বেগম। এদিকে,ঈদী বাজারে এসেছে বাহারী নামের শিশু ও বড়দের কাপড় থেকে শুরু কওে জুতো পর্যন্ত।
ভারতীয় ছবির নামকরনে বাহুবলী-২ ও জনপ্রিয় টিভি ষ্টার মোশাররফ করীমের জনপ্রিয় নাটক সিরিজ সিকান্দার বক্স নামে জুতো ও জামা বাজারে এসেছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান।