ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ!
AmaderBrahmanbaria.COM
মে ২৫, ২০১৭
---
অনলাইন ডেস্ক : সম্প্রতি এক চীনা জনতত্ত্ববিদ বিশ্ববাসীর সামনে দাবি করছেন যে- চীন নয়, ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়াই ফুক্সিয়ান’র মতে, সরকারি নথির তুলনায় বাস্তবে চীনের জনসংখ্যা অনেকটাই কম। আর ভারত ইতিমধ্যেই চীনকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে গেছে জনসংখ্যার বিচারে।
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি সমীক্ষা অনুযায়ী, ওয়াই ফুক্সিয়ান জানিয়েছেন, গত বছর চীনের জনসংখ্যা ছিল প্রায় ১.২৯ বিলিয়ন। অপরদিকে সরকারি নথি অনুযায়ী, গত বছর ভারতের জনসংখ্যা ছিল প্রায় ১.৩৩ বিলিয়ন। যা চীনের থেকে অনেকটাই বেশি। ন্যাশানাল ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স গবেষণা করে এই নথিটি প্রকাশ্যে এনেছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।