g নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৬শে জুলাই, ২০১৭ ইং ১১ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

AmaderBrahmanbaria.COM
মে ২৪, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :নয় মাস দেশ শাসন শেষে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড বুধবার পদত্যাগ করেছেন। ২০১৫ সালের ৩ অগাস্ট ক্ষমতাসীন নেপালী কংগ্রেসের সঙ্গে সম্পাদিত ক্ষমতা ভাগাভাগি চুক্তির প্রতি সম্মান দেখিয়ে প্রচণ্ড এ সিদ্ধান্ত নিলেন। ওই চুক্তি অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত চক্রাকারে (রোটেশন) সরকার চালানোর কথা রয়েছে।

জাতির উদ্দেশে প্রদত্ত ও রেডিও-টিভিতে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পুষ্প কমল দহল প্রচণ্ড (৬২) তাঁর দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দেন।

নেপালী কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা’র সঙ্গে মতৈক্যের ভিত্তিতে কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)-এর চেয়ারম্যান প্রচণ্ড দেশের ৩৯তম প্রধানমন্ত্রী হন। চুক্তিমাফিক তিনি স্থানীয় নির্বাচন সম্পন্ন করে বিদায় নেবেন। প্রাদেশিক ও জাতীয় নির্বাচন হবে শের বাহাদুর দেউবা’র অধীনে। সে অনুযায়ী গত ১৪ মে দেশটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক গোলযোগে দুই দশক ধরে স্থগিত থাকার পর এ নির্বাচনে কোটি কোটি নেপালী ভোট দেন।

এ জাতীয় আরও খবর