গোমস্তাপুরে ৩টি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
AmaderBrahmanbaria.COM
মে ২৪, ২০১৭

---
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁনপুর এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। এদিকে গোমস্তাপুরের বাজার পাড়া এলাকায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও ৩ কেজি গান পাউডারসহ ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব-৫। অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক এনামুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে তিন ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে একটি বাড়িতে তল্লাশি শুরু করা হয়েছে।




খন্দকার মোশতাকের বাড়ি উচ্ছেদের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ


দুই জেলায় তিন জঙ্গি আস্তানা : সর্বোচ্চ সতর্কাবস্থায় পুলিশ
কুসিকে ধানের শীষের ‘জয়’

‘বদরুলের ফাঁসি হলে আরো খুশি হতাম’